Sylhet Today 24 PRINT

স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১১৩ অনুপ্রবেশকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২০

স্লোভেনিয়া পুলিশ

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের আটক করা  হয় বলে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবৈধ এ অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক।

স্লোভেনিয়ার পুলিশের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়াতে এর আগে কখনও একদিনে এতো অবৈধ অভিবাসীদের আটক করার ঘটনা ঘটেনি। স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে ঘটনাটি ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, এসব অবৈধ অভিবাসীদের বেশিরভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশে পৌঁছানোর জন্য রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, একসঙ্গে এতো অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করার মধ্য দিয়ে প্রমাণিত হয়, স্লোভেনিয়াসহ আশপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি বিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগে, গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর ছেলইয়েতে লরি থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ জানিয়েছে, গত আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোট ১০ হাজার ২২৩ জনকে আটক করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি।

স্লোভেনিয়ার পুলিশের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান এবং মরোক্কোর নাগরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.