Sylhet Today 24 PRINT

নতুন করে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২০

কানাডার অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীর অভাব পূরণ করতে, আগামী ৩ বছরের মধ্যে নতুন করে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা সরকার।

আল জাজিরার খবর অনুযায়ী শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির ফেডারেল ইমিগ্রেশন মন্ত্রী মারকো মেনডিসিনো জানিয়েছেন, ফেডারেল সরকার ২০২১ সালের মধ্যে চার লাখ এক হাজার, ২০২২ সালের মধ্যে চার লাখ ১১ হাজার ও ২০২৩ সালের মধ্যে চার লাখ ২১ হাজার নতুন অভিবাসী নেবে।

তিনি বলেন, ‘কানাডার আরও অনেক কর্মী দরকার এবং ইমিগ্রেশনই সেই অভাব পূরণ করতে পারবে।’ ।

ক্যালগ্যারি স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক রবার্ট ফ্যালকোনার এক টুইট বার্তায় বলেছেন, ‘যদি কানাডা সরকার এত সংখ্যক কর্মীর অভাব পূরণ করতে পারে তাহলে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।’

অটোয়া বলছে, ‘তারা ২০২১ সালের মধ্যে ইকোনমি ক্লাসের দুই লাখ ৩২ হাজার ৫০০ অভিবাসী নেবে। ৫৯ হাজার ৫০০ উদ্বাস্তুর পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে নেয়া হবে আরও পাঁচ হাজার ৫০০ জন।’

দক্ষ জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবছরই কানাডা বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসী নিয়ে থাকে। তবে সম্প্রতি করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশটির সঙ্গে অন্য সকল দেশের বিমান যোগাযোগ। ফলে ব্যাহত হয় নতুন করে অভিবাসীর নেয়ার প্রক্রিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.