Sylhet Today 24 PRINT

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার আইএসের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২০

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ এই বিবৃতি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানায়, হামলায় ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। কাবুল পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, হামলায় নিহতদের সবাই শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন নারী।

হামলায় বেঁচে যাওয়াদের একজন বলেন, সোমবার সকাল ১১টার দিকে এই হামলা হয়। হামলাকারীদের একজন ক্যাম্পাসে ঢুকে আত্মঘাতী বোমা হামলা করেন। এরপর দুজন বন্দুকধারী নির্বিচারে গুলি চালায়। সেসময় প্রায় শতাধিক শিক্ষার্থী দেয়াল টপকে পালাতে থাকে।

দুই সপ্তাহের কম সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.