Sylhet Today 24 PRINT

বাইডেন বললেন, আমরা জয়ের পথে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। কর্মী-সমর্থকদেরকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন।

তিনি বলেন, ‘সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। প্রতিটা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এটার সমাপ্তি হবে না। আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী। ‘

বেশ কয়েকটি সুইং স্ট্যাটে জয়ের সুখবর দিয়ে কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।

পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।

'আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।'

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৫ টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। বাইডেন ২৩৮ টি ইলেকটোরাল ভোট ঝুঁড়িতে ভরেছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২১৩ ‍টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.