Sylhet Today 24 PRINT

ভোটগণনা স্থগিত করতে ট্রাম্পশিবিরের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এমন পরিস্থিতিতে ভোট গণনা বন্ধে চারটি অঙ্গরাজ্যে আবেদন করেছে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন শিবির।

বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে। জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধের আবেদন করেছে তারা।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির প্রথমে মিশিগানে ভোট গণনা বন্ধের দাবি জানায়। এ দাবিতে বিবৃতি দিয়ে প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন বলেন, ভোট গণনার নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি।

এরপর অন্যান্য শিবির থেকেও মামলা করা হয়। জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করে মামলায় অভিযোগ তোলা হয়, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তুপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.