Sylhet Today 24 PRINT

মেয়র হওয়ার পথে ২১ বছরের কলেজছাত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০২০

ভারতে কেরালা রাজ্যের রাজধানী থিরুভানান্থাপুরামের পরবর্তী মেয়র হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ২১ বছর বয়সী আর্য রাজেন্দ্রনের।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) তথা সিপিআই (এম) এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আর্য সম্প্রতি পৌর নির্বাচনের একটি ওয়ার্ডে জয়ী হন।

সিপিআই (এম) থিরুভানান্থাপুরাম জেলা কার্যালয় থেকে মেয়র পদের জন্য ওই ছাত্রীর নাম প্রস্তাব করা হয়। শনিবারের মধ্যে দলটির রাজ্য কার্যালয়ের এক সভায় এ সুপারিশ অনুমোদন করা হতে পারে।

অল সেইন্ট কলেজের গণিত বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী আর্য। তিনি সিটি করপোরেশনের মুদাভানমুঘাল ওয়ার্ডে ২ হাজার ৮৭২টি ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর চেয়ে ৫৪৯ ভোট বেশি পান।

আর্য স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) কর্মী। তিনি একই সঙ্গে বামপন্থি সংগঠনটির শিশু শাখা বালাসঙ্গমের রাজ্য সভাপতি।

সুপারিশের বিষয়ে আর্যর সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জানান, তিনি সাংবাদিকদের কাছেই বিষয়টি জানতে পেরেছেন। দল সঠিক সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে থিরুভানান্থাপুরামের মেয়র কে. শ্রীকুমারের (সিপিআই-এম) শোচনীয় পরাজয় হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.