Sylhet Today 24 PRINT

পাকিস্তানে কয়লা খনিতে আইএসের হামলা, ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২১

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে হামলার এ ঘটনা ঘটে।

জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবিসি জানায়, সশস্ত্র জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়।

বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ৬ শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.