Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ার জাহাজ আটকের কথা অস্বীকার ইরানের

সিলেটটুডে ডেস্ক  |  ০৬ জানুয়ারী, ২০২১

পারস্য উপসাগরে দক্ষিণ কোরিয়ার জাহাজ আটকের কথা অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ইরান সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি বলা হয়।

সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই বলেন, আমরা এই ধরনের অভিযোগে অভ্যস্ত হয়ে গেছি। এ ধরণের অভিযোগ ভিত্তিহীন।

অপরদিকে পারস্য উপসাগরে ইরানের হাতে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের ৭০০ কোটি ডলার জব্দের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।

গত সোমবার ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দূষণসংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে হ্যাংকুক ক্যামি নামের একটি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। নৌযানটি সাত হাজার ২০০ টন ইথানল বহন করে নিয়ে যাচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.