Sylhet Today 24 PRINT

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২১

৫০ জনের বেশি যাত্রী নিয়ে উড়াল দেয়ার পর নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের একটি বিমান।

যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি শনিবার রাজধানী জাকার্তা থেকে পশ্চিমাঞ্চলের প্রদেশ কালিমান্তানের পন্তিয়ানাকে যাচ্ছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতি জানান, জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়ানাকগামী শ্রীবিজয়া এয়ারের এসজেওয়াই১৮২ নম্বরের একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানটির সঙ্গে স্থানীয় সময় দুপুর আড়াইটায় সবশেষ যোগাযোগ করা গিয়েছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় বিমানটি ভূমি থেকে ৩ হাজার মিটার উপরে ছিল।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিমানটি অনুসন্ধান ও উদ্ধারে প্রচেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.