Sylhet Today 24 PRINT

ভারতে পাথরখনিতে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২১

ভারতের কর্ণাটকে একটি পাথরখনিতে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজ্যটির শিভামোগা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ বলছে, হুনাসোন্ডি গ্রামের কাছের এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। কিছু ডিনামাইট অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের পর কেঁপে ওঠে পুরো এলাকা। ভয়াবহতা দেখে অনেকেই ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রেখেছে। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, শ্রমিকরা একটি ট্রাকে করে বিস্ফোরক নিয়ে খনিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

অনেকেই টুইটারে বাড়ি ঘরের কাচে ফাঁটলের ছবি পোস্ট করেছেন। বিস্ফোরণের পর রাস্তায় বেরিয়ে পড়েন তারা।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস রাভী বলেন, পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। আমরা দুটি মৃতদেহ দেখেছি। খনির ভেতরে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নিজ জেলা শিবমোগা। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। শোকাহত পরিবারগুলো প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.