Sylhet Today 24 PRINT

সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হচ্ছে

সিলেটটুডে ডেস্ক  |  ২২ জানুয়ারী, ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার আগামী সপ্তাহ দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুরু হবে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় সমর্থকদের উস্কানি দেওয়া অভিযোগে তার বিচার হবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, আগামী সোমবার ট্রাম্পের অভিশংসনের অভিযোগটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভ' থেকে সিনেটে পাঠানো হবে। বর্তমানে সিনেটের নিয়ন্ত্রণ আছে ডেমোক্র্যাটদের হাতে। এরআগে রিপাবলিকানরা ট্রাম্পের বিচার শুরু হওয়ার করার জন্য আরও সময় চেয়েছিলেন।

তবে শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার শুক্রবার বলেছেন, সোমবারই ট্রাম্পের অভিশংসনের অভিযোগ সিনেটে পাঠানো হবে।

হোয়াইট হাউজ ছাড়ার পর বুধবার ফ্লোরিডা চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐদিনই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেনে জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দ্বিতীয়বার ট্রাম্পকে অভিশংসিত করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্ষমতা ছাড়ার পর কোনো প্রেসিডেন্টের অভিশংসনের বিচার সিনেটে করা হবে। মার্কিন সিনেটে দোষী সাব্যস্ত হলে আর কখনো কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.