Sylhet Today 24 PRINT

মিয়ানমারের অভ্যুত্থানে ভারতের ‘গভীর উদ্বেগ’

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। সোমবার (১ ফেব্রুয়ারি) বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে। খবর পিটিআই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে যা ঘটছে গভীর উদ্বেগের সঙ্গে তারা তা লক্ষ করছেন। পাশাপাশি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বজায় রাখতে হবে বলে ভারত বিশ্বাস করে।মিয়ানমারে বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

এর আগে, সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাসীন দল এনএলডির জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অভ্যুত্থান ঘটল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.