Sylhet Today 24 PRINT

সামরিক অভ্যুত্থান : মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারের ৩০টি শহরের ৭০টি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন।

বুধবার ফেসবুকে বেসামরিক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এক বিবৃতি প্রকাশিত হয়।

সেই বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মহামারি চলাকালে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা বিবেচনায় না নিয়ে নিজ স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনী এই অভ্যুত্থান ঘটিয়েছে।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীর আচরণে আমরা দেখতে পেয়েছি যে, আমাদের হতদরিদ্র রোগীদের জন্য তাদের কোনো সহানুভূতি নেই, তাই আমরা অবৈধ সামরিক শাসনের যেকোনো আদেশ প্রত্যাখ্যান করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.