Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি স্কুল খুলে দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখাকে কৌশল হিসেবে ধরে শিশুদের শ্রেনীকক্ষে ফেরানোর পরামর্শ দিয়েছে সিডিসি। বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

নির্দেশনায় প্রতিষ্ঠান পরিষ্কার রাখা, ব্যক্তিগত পরিচ্ছনতা এবং কন্টাক্ট ট্রেসিং বা সংস্পর্শের ইতিহাস নির্ণয়কে স্কুল খুলে দেওয়ার রোডম্যাপে বলা হয়েছে।

সিডিসি পরিচালক রচেলে ওয়ালেনস্কি বলেন, “আমরা বিশ্বাস করি, যে কৌশলগুলি সামনে রেখেছি তা অনুসরণ করা হলে স্কুলগুলিতে কোনও সংক্রমণ হবে না।“

এর আগে, গত ২০ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিজ্ঞা করেছিলেন যে বেশিরভার স্কুলগুলো ক্ষমতা গ্রহনের ১০০ দিনের মধ্যে খুলে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.