Sylhet Today 24 PRINT

গিনিতে ইবোলায় ৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২১

পশ্চিম আফ্রিকার দেশ গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আরও চারজন আক্রান্ত শনাক্ত হওয়ার পর দেশটি ইবোলা মহামারি ঘোষণা করেছে।

লাইবেরিয়ান সীমান্তের কাছে গৌকে একটি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পর আক্রান্ত সাতজনের ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ শুরু হয়। আক্রান্তদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে গিনি সরকার ইবোলা মহামারি ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তারা মৃত্যুর বিষয়ে ‘সত্যই উদ্বিগ্ন’।

২০১৬ সালের পর এই প্রথম দেশটিতে ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ মারা যায়। গিনি থেকে উদ্ভব হওয়া ভাইরাসটি সেসময় লাইবেরিয়া, সিয়েরা লিয়নসহ কয়েকটি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

গিনির রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থা এএনএসএস জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে দ্বিতীয় দফায় আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শনাক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আলাদা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে ইবোলা ভ্যাকসিন পেতে যোগাযোগ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতশিহিদো মোয়েতি বলেছেন, গিনিতে ইবোলার সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.