Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় ৩ শতাধিক স্কুলছাত্রী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা।

পুলিশের ধারণা, শুক্রবার সকালে জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের ওই বোর্ডিং স্কুল থেকে মেয়েদের অপহরণ করার পর বন্দুকধারীরা তাদের একটি বনে নিয়ে গেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনের মাধ্যমে এমনটাই জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে এবারই সবচেয়ে বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে।  মুক্তিপণ পাওয়ার জন্যই  দুর্বৃত্তরা এই ঘৃণ্য কাজ করছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এদিকে,  দেশটির রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি এ ঘটনার তীব্র নিন্দা জানান । তিনি বলেন , নির্দোষ স্কুলছাত্রীদের টাকার জন‌্য অপহরণ করা খুবই অমানবিক ও অপ্রীতিকর একটা কাজ। এভাবে ছাত্রীদের ব্ল‌্যাকমেইল করলেই ডাকাতরা ছাড় পেয়ে যাবে না। তাদের বিরুদ্ধে জরুরিভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য,  গত সপ্তাহে নাইজেরিয়ার নাইজার রাজ্য থেকে ২৭ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। এখনো তাদের মুক্তি মেলেনি।  ২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরের উত্তর-পূর্বে বোকো হারাম ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.