Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে পুতিনের সাবেক এক সহযোগীর লাশ উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৫

রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী মিখাইল লেসিনের লাশ যুক্তরাষ্ট্রের একটি হোটেলে পাওয়া গেছে। তিনি ছিলেন রুশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহযোগী।

মিখাইল লেসিন গণমাধ্যম সংস্থা গ্যাজপ্রম-মিডিয়া হাউজেরও সাবেক প্রধান ছিলেন।

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির হোটেল দ্যুপন্টে তার লাশ পাওয়া যায় বলে রাশিয়ান সংবাদ সংস্থা রিয়া-নভস্তি ও তাসের বরাতে জানিয়েছে বিবিসি।

লেসিনের পরিবার জানিয়েছে, হার্ট এটাকে তার (লেসিনের) মৃত্যু হয়।

লেসিন স্ত্রী ছাড়াও এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন বলে জানিয়েছে রিয়া-নভস্তি।

যুক্তরাষ্ট্রের পুলিশ সাবেক রুশ মন্ত্রীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

রাশিয়ার গণমাধ্যম জগত ও ক্ষমতাবলয়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত লেসিন মন্ত্রী থাকার পাশাপাশি ২০০৪-২০০৯ পর্যন্ত পুতিনের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এসময় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাশিয়ায় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া টুডে (আরটি)’র সৃষ্টি হয়।

মৃত্যুর খর শুনেই এক বিবৃতিতে পুতিন ‘আধুনিক রাশিয়ান গণমাধ্যম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ লেসিনের প্রশংসা করেন।

গ্যাজপ্রম-মিডিয়া হাউজ থেকে পদত্যাগের পর লেসিন গত বছরের শেষদিকে লস এঞ্জেলসে বাড়ি কেনেন।

‘রাশিয়ান সরকারি চাকুরে হয়েও তিনি কী করে ২৮ মিলিয়ন ডলারে বাড়ি ও সম্পত্তি কেনেন’ তা তদন্ত করতে তখনই মিসিসিপির সিনেটর রজার উইকার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টকে লেখা এক চিঠিতে উইকার এসবের পেছনে ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে’ এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন।

লেসিনের মালিকানাধীন একটি রেডিওতে গত বছর রাশিয়ার বিরোধীদলের নেতা এলেক্সি নাভালনির একটি সাক্ষাৎকার বাতিল হয়।

সেই ঘটনার উল্লেখ করে উইকার চিঠিতে লিখেছিলেন, রাশিয়ার মুক্ত গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে ক্রেমলিনের নীতি বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে আসছেন লেসিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.