Sylhet Today 24 PRINT

ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ মার্চ, ২০২১

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যুর একদিন পর ফের প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীরা। সোমবারও দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

বর্মি সামরিক বাহিনী মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় গত ১ ফেব্রুয়ারি। সর্বশেষ সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নেপিদোর ক্ষমতা দখল করে তাতমাদো (মিয়ানমারের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক নাম)।

গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সিলর অং সান সু চিকে। এরপর থেকেই উত্তপ্ত রয়েছে মিয়ানমারের পরিস্থিতি। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রথম ক্যাথলিক কার্ডিনাল চার্লস মং বোর ভাষ্যমতে, মিয়ানমার বর্তমানে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

বিক্ষোভ দমাতে গতকাল রোববার মিয়ানমারজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভে গুলি চালায় পুলিশ, এতে অন্তত ১৮ জন নিহত হয়। আহত হয়েছে আরও অনেক।

এদিকে চলমান বিক্ষোভ দমন করতে গিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক পিল রবার্টসন বলেন, বিভিন্ন শহরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী স্পষ্টতই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, ক্রমবর্ধমান সহিংসতা ও বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগের মাত্রা দেখে বিস্ময় প্রকাশ করেছে মিয়ানমারের কানাডীয় দূতাবাস। একই সঙ্গে, বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংকট সমাধানে চেষ্টা চালানোর কথা জানিয়েছে বর্তমানে আসিয়ান জোটের নেতৃত্ব দানকারী দেশ ইন্দোনেশিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.