Sylhet Today 24 PRINT

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও ২ মামলা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ মার্চ, ২০২১

সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের আরও দুটি মামলা করা হয়েছে। তার আইনজীবী খিন মুয়াং জর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দুটি মামলার একটি হচ্ছে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। যাতে তার তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করার কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চির পাশাপাশি উইন মিন্টকেও গ্রেফতার করে দেশটির সামরিক বাহিনী।

গ্রেপ্তারের পর মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

মিন্টের শুনানির দিন কবে নির্ধারণ করা হয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছেন আইনজীবী খিন মুয়াং জ।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। গত প্রায় চার সপ্তাহ ধরে প্রতিদিন দেশটিতে সামরিক শাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে।

প্রথম দিকে সংযম দেখালেও গত কয়েক দিন ধরে বিক্ষোভ দমনে সহিংসপন্থা নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.