Sylhet Today 24 PRINT

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মার্চ, ২০২১

ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য (এমপি) অলিভিয়ের ডাসাল্ট এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, এ ফরাসি ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি শোকবার্তায় বলেছেন, ৬৯ বছর বয়সী ডাসাল্টের মৃত্যুতে দেশে বড় ক্ষতি হয়ে গেছে। তিনি দেশকে অনেক ভালোবাসতেন। ফ্রান্সের প্রথম সারির শিল্পপতি সার্জ ডাসাল্টের ছেলে অলিভিয়ের ডাসাল্ট। রাফায়েল যুদ্ধবিমান ও দেশটির গণমাধ্যম লে ফিগারোর মালিক ডাসাল্ট।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার। ২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল। ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.