Sylhet Today 24 PRINT

ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্সের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২১

বিশ্বের প্রথম কমপ্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স মারা গেছেন।

৬ মার্চ ৯৪ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে ডাচ সংবাদমাধ্যম এনআরসি হ্যান্ডলসব্লট।

ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করতেন ল্যু ওটেন্স। সেখানেই কর্মরত অবস্থায় ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন ১৯৬০-এর দশকের শুরুতে। এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সবার জন্য সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। সে সময়ের রিল-টু-রিল টেপ আকারে অনেক বড় ছিল।

ল্যু ওটেন্স শুরুতে পকেটে নিয়ে ঘোরার মতো কাঠের তৈরি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ বানিয়ে নিয়েছিলেন। এতে বুঝতে সুবিধা হতো তিনি আসলে কী বানাতে চাইছেন।

ল্যু ওটেন্সের উদ্ভাবন অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিনা মূল্যে লাইসেন্স দেওয়ার ব্যাপারে কর্মস্থল ফিলিপসকে পর্যন্ত রাজি করিয়েছিলেন তিনি। ১৯৬৩ সালে প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। বাকিটা ইতিহাস। তবে ওটেন্সের ক্যারিয়ারের কিন্তু সে-ই শেষ নয়। ফিলিপস এবং জাপানি প্রতিষ্ঠান সনিকে কমপ্যাক্ট ডিস্ক (সিডি) তৈরিতেও সাহায্য করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.