Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ মার্চ, ২০২১

আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চল সফরে গিয়ে বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তাকে বহনকারী গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। ব্রিটিশ সবাদমাধ্যম বিবিসির প্রতিবদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি চুবুত এলাকায় সরকার আবারও খনি খননের পরিকল্পনা করছে আজেন্টিনা সরকার। ওই এলাকা স্বর্ণ, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই বিশাল এলাকাজুড়ে পুনরায় খননের পরিকল্পনা করা হচ্ছে। সরকারের এমন প্রস্তাবের বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে ওই এলাকার মানুষ।

গত রোববার পাতাগোনিয়ায় দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে যান প্রেসিডেন্ট আলবার্তো। ওই দাবানলের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সফরে যাওয়ার পর দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে লোকজন।

একটি ফুটেজে দেখা গেছে লোকজন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হচ্ছে। সে সময় গাড়ি থেকে নামছিলেন আলবার্তো। উত্তেজিত লোকজন গাড়িতে পাথর নিক্ষেপ করছে কেউ কেউ আবার গাড়িতে কিল-ঘুষি মারতে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.