Sylhet Today 24 PRINT

ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যময় আলো, আতঙ্ক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৫

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের আকাশে রহস্যময় উজ্জ্বল এক আলো ছুটোছুটি করার পর সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসি জানিয়েছে, শনিবার রাতে অরেঞ্জ কাউন্টি ও তার আশেপাশের এলাকায় আলোটিকে ছুটে যেতে দেখা যায়।

তারপর অনলাইনে ও সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এই আলো ও তার উৎস সম্পর্কে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়তে থাকে।

পরে অরেঞ্জ কাউন্টির শেরিফ জানান, ওই আলোটি আর কিছুই নয়, নৌবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের।

ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, উজ্জ্বল একটি আলোর ছটা উপরের দিকে ছুটছে। তারপর কোনের আকারে ওই আলোটি থেকে উজ্জ্বল নীল আলো ছড়িয়ে পড়ছে।

কোনো কোনো ভিডিওতে ওই আলোটিকে কয়েক মিনিট ধরেও ছুটে যেতে দেখা গেছে।

এর আগে, শুক্রবার কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ রাতের বেলা লস অ্যাঞ্জেলস থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে লস অ্যাঞ্জেলস যাওয়ার সব ফ্লাইটকে এই রুট পরিহার করার জন্যে বলেছিলো। কিন্তু কি কারণে সেটা তারা উল্লেখ করেনি।

পরে ক্যালিফোর্নিয়ার মিডিয়াতে নিশ্চিত করা হয় যে একটি ক্ষেপণাস্ত্র থেকেই ওই আলোটি এসেছে।

নৌবাহিনীর একটি ডুবোজাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.