Sylhet Today 24 PRINT

মিয়ানমারের ক্ষমতায় বসতে যাচ্ছেন সুচি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৫

মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি)। পরাজয় নিশ্চিত জেনে তা মেনে নিয়েছে সেনাসমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি (ইউএসডিপি)।

রোববার দুপুর ২টা পর্যন্ত প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দাবি, মধ্যাঞ্চলের জনবহুল এলাকায় পড়া ভোটের ৮০ শতাংশই তারা পেয়েছে। নির্বাচনে সু চির দল বিপুল বিজয় পাবে বলে ধারণা বিশ্লেষকদেরও।

২০১১ সাল থেকে সেনা ছত্রছায়ায় ক্ষমতায় থাকা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ সোমবার রয়টার্সকে বলেন, “আমরা হেরে গেছি।”

প্রাথমিক তথ্যের ভিত্তিতে এনএলডির মুখপাত্র উইন হতেইন রয়টার্সকে আরও জানান, মধ্যাঞ্চলের বাইরে মন ও কেইন রাজ্যে পড়া ভোটের ৬৫ শতাংশ পেয়েছে সু চির দল। অপর পাঁচ রাজ্যের ফল এখনও জানা যায়নি।

৫০ বছরের বেশি সময় ধরে সামরিক কর্তৃত্বের অধীনে থাকা মিয়ানমারের তিন কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশ রোববার তাদের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের ৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো গণতান্ত্রিক সরকার গঠনে সু চির দল এনএলডির সংসদের দুই-তৃতীয়াংশ আসন দরকার। নির্বাচনে দলটি এমন জয় পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে জনবহুল এলাকার প্রাপ্ত ফল তাদের বিপুল বিজয়েরই ইঙ্গিত দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.