Sylhet Today 24 PRINT

বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-পূর্ব তিমুর, নিহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২১

ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘সেরোজা’র প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। প্রাকৃতিক এ দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার লোককে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় ফ্রান্স২৪।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রদিতিয়া দজাতি বলেন, বন্যা ও ভূমিধসের ঘটনায় হাজারো দ্বীপ সমৃদ্ধ দেশটির পশ্চিম ও পূর্ব নুসা টেংগারা প্রদেশে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বেড়ে যেতে পারে। কেননা, এ দুর্যোগে এখনও ৭০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।

এদিকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুরের এক কর্মকর্তা জানান, দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু ঘটেছে এবং প্রায় ৭ হাজার লোককে রাজধানী দিলির নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, লেম্বাটা দ্বীপে বেশকিছু মৃতদেহ ভেসে গেছে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

গত রোববার থেকে দেশ দু’টিতে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.