Sylhet Today 24 PRINT

মিয়ানমারে জাপানি সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২১

মিয়ানমারে জাপানের এক সাংবাদিককে আটক করা হয়েছে। গতকাল রোববার ইয়াঙ্গুনে তার বাড়ি থেকে ওই সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

জাপান সরকারের পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আটক সাংবাদিককে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফ্রিল্যান্স সাংবাদিক ইউকি কিতাজুমিকে রাতে তার বাড়ি থেকে তুলে নেয় সেনা সদস্যরা। তাকে যখন আটক করা হয় তখন তার দুই হাত উপরে তুলতে বলা হয়। এরপর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।

জাপান সরকার আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে তার বয়স ৪০ এর মতো হবে বলে জানিয়েছে তারা।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের কাছে আমরা তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছি। দেশটিতে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপারে গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসা সামরিক জান্তার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.