Sylhet Today 24 PRINT

অক্সিজেন সরবরাহে বাধা দিলেই ফাঁসি: দিল্লি হাই কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২১

যারা অক্সিজেন সরবরাহে বাধা দেবে, তাদের ফাঁসিতে ঝোলানোর হুমকি দিয়েছে দিল্লি হাই কোর্ট। সঙ্কটাপন্ন কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার কারণে একটি হাসপাতালে আবেদনের পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হাই কোর্ট দিল্লির রাজ্য সরকারকে বাধাদানকারীদের নাম জানানোর নির্দেশ দেয়। খবর এনডিটিভির।

দিল্লির বিভিন্ন হাসপাতালে হাজার হাজার করোনা রোগী অক্সিজেনের অভাবে ধুঁকছেন। গত কয়েকদিন ধরে অক্সিজেনের আকালের কথা বলা হচ্ছে বিভিন্ন হাসপাতালের তরফ থেকে। শনিবার সকালে জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা বলেছেন, রাতে ২৫ জন অতি সঙ্কটাপন্ন রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। আগের দিন এদের মৃত্যু হয়।

দিল্লির রাজ্যসরকার হাই কোর্টকে জানায়, রাজধানী দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পাওয়া না গেলে কোভিড রোগীদের চিকিৎসার পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। গত ২৪ ঘণ্টা দিল্লিতে একটা বিপর্যয়কর অবস্থা চলছে। কেজরিওয়াল সরকার জানায়, যেখানে ৪৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, শুক্রবার সেখানে মাত্র ২৯৭ মেট্রিক টন পাওয়া গেছে।

রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন রাজ্যে অক্সিজেন বরাদ্দ ও সরবরাহের সময় সম্পর্কে বিশদ বিবরণ চেয়েছে কেন্দ্রের কাছে।

দিল্লি হাই কোর্ট কেজরিওয়াল সরকারকে যারা অক্সিজেন বরাদ্দ কিংবা সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে তাদের পরিচয় জানাতে বলেছে। কারো বিরুদ্ধে এরকম প্রমাণ পেলে তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানো হবে কড়া হুঁশিয়ারি এসেছে আদালতের তরফ থেকে।

হাই কোর্টের বেঞ্চ বলেছে, আমরা কাউকে ছাড় দিব না।

একই সঙ্গে রাজ্যসরকারকেও বলা হয়েছে, আপনারা দুর্নীতির কথা কেন্দ্রকেও জানান। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.