Sylhet Today 24 PRINT

ভারতে স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু

ভারতে স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু |  ২৫ এপ্রিল, ২০২১

ভারতের মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলায় চলছে লকডাউন। এ সময় মদ কিনতে না পেরে নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার পান করে ৭ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.