Sylhet Today 24 PRINT

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় মিয়ানমারের হয়ে প্রতিনিধিত্ব করতেন তার তেত তেত। ২০১৩ সালে দেশটির হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগীতায়ও অংশ নিয়েছিলেন তিনি।

আট বছর পরে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ছেড়ে ৩২ বছর বয়সী সেই তেত এখন অস্ত্র হাতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মিয়ানমারের সীমান্ত অঞ্চলে। দেশটির সামরিক শাসকদের বিরুদ্ধে লড়তে একটি সশস্ত্র বিদ্রোহী দলে যোগ দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে তেত লিখেছেন, ‘এখন শোধ নেয়ার সময় এসেছে। আপনি অস্ত্র হাতে তুলে নিন, লেখালেখি করুন বা অর্থ সহযোগিতা যাই করুন না কেন, বিপ্লব সফল করতে প্রত্যেকেরই কিছু না কিছু করার আছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি যতখানি পারি লড়ব। সব কিছু ছাড়ার প্রস্তুতি আমার রয়েছে। এমনকি আমি জীবন দিতেও প্রস্তুত।’

নিজের টুইটার অ্যাকাউন্টেও আর্জেন্টিনার বিপ্লবী নেতা চে গুয়েভারার একটি উক্তি লিখেছেন তার তেত তেত।

তিনি লিখেছেন, ‘বিপ্লব কোনো আপেল নয় যে পেকে গেলে টুপ করে পড়বে। একে পরিণতি দেয়ার দায়িত্ব আমাদেরই।’

১ ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে গ্রেপ্তার ও নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তখন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গণআন্দোলন চলছে মিয়ানমারে।

প্রায় তিন মাসের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৫৬ জন বিক্ষোভকারী।

এ সময়ে মিয়ানমারের উত্তর ও পূর্ব সীমান্তে সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতও তীব্র হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.