Sylhet Today 24 PRINT

গাজায় নিহত বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ মে, ২০২১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আজ সোমবার সকালের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি।

সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের হামলায় অন্তত দুটি আবাসিক ভবন বিধ্বস্ত এবং ৪২ জন ফিলিস্তিনি মারা যাওয়ার পর আজ সকাল থেকেই আরও ভারী হামলা চালিয়েছে ইসরায়েল।

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, চলমান হামলা খুব শিগগির শেষ হবে না।

আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজকের হামলায় হামাস প্রধান ইয়া আল সিনওয়ারের বাড়িও লক্ষ্যবস্তু ছিল।

গাজায় এপি সংবাদদাতা ফারেস আকরাম আলজাজিরাকে জানান, আজকের বিস্ফোরণগুলো উত্তর থেকে দক্ষিণে ‘শহরকে কাঁপিয়ে তুলেছে’।

আলজাজিরার সংবাদদাতা সাফওয়াত আল-কাহলাউট বলেন, ‘ইসরায়েলি ড্রোনগুলো মাথার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আকাশ নিয়ন্ত্রণ করছে।’

গতকাল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসলেও ফিলিস্তিনে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.