Sylhet Today 24 PRINT

সৌদি আরবে আক্রমণ হবে : আইএস

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৫

এবার সৌদি আরবে আক্রমণের হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস)। সৌদি আরব থেকে যেসব জঙ্গি আইএসের সঙ্গে যোগ দিয়েছে, তারা এই হুমকি দিয়েছে।

ফক্স নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে জানানো হয়েছে, সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যু এবং নতুন বাদশা সালমানের ক্ষমতা নেওয়ার মুহূর্তে একটি ভিডিও অনলাইনে এ হুমকি দেয় আইএস।
ভিডিওতে বলা হয়েছে, সৌদিতে বসবাসকারী যেসব মানুষ ইরাক ও সিরিয়ায় লড়াইরত আইএস যোদ্ধাদের সমর্থন করে, তারাও যেন তাদের সঙ্গে যোগ দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে আক্রমণ চালায়।

বিশ্লেষকরা বলছেন, তেলসমৃদ্ধ সৌদি আরবকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা থেকে আইএস এই উদ্যোগ নিয়ে থাকতে পারে।

ইরাক ও সিরিয়ার একটি বিশাল অংশ দখল করে নিয়ে সেখানে খেলাফত রাষ্ট্র ঘোষণা দিয়েছে এই জঙ্গি সংগঠনটি। তাদের বিরুদ্ধে যেসব দেশ অভিযান পরিচালনা করছে, তার মধ্যে সৌদি আরব অন্যতম। এ জন্যও আইএস সৌদি আরবকে হুমকি দিয়ে থাকতে পারে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.