Sylhet Today 24 PRINT

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রেলস্টেশন চত্বরে গুলিতে আটজন নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান জোসে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটি বা ভিটিএ রেলস্টেশন চত্বরে বুধবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বন্দুক হাতে এক ব্যক্তি সেখানে এসে এলোপাতাড়ি গুলি করেন।

নিহতদের মধ্যে সাতজন ট্রানজিট কর্মী এবং ওই হামলাকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি সাবেক ট্রানজিট কর্মী।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত শিগগিরই জানানো হবে।

রেলস্টেশন কর্তৃপক্ষ বলেছে, ট্রানজিট কর্মীদের সভা চলাকালে গুলির এ ঘটনা ঘটে। এর আগে ঘটনাস্থলের অদূরে একটি ঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘরেই হামলাকারী ওই সাবেক ট্রানজিট কর্মী থাকতেন। তিনি নিজেই তার ঘরে আগুন লাগান। এতে হইচই শুরু হলে তিনি সভাস্থলে ছুটে এসে এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে তিনি নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।

সান জোসের মেয়র শ্যাম লিকারডো বলেন, ‘আমাদের শহরের জন্য এ বড় ভয়ংকর দিন। আমি চেষ্টা করব এ ধরনের ঘটনা যেন আমাদের শহরে আর না ঘটে।’

তিনি আরও বলেন, এই হামলায় অনেকে আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার সময় একজন মারা যান।

যু্ক্তরাষ্ট্রে চলতি বছরে এ ধরনের গুলির ঘটনা ঘটেছে অন্তত ২৩০টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.