Sylhet Today 24 PRINT

ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০২১

ইতালিতে ১২ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়।

ইউরোপে করোনাভাইরাসে সর্বাধিক সংক্রমিত দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি।

এএফপির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেওয়া কার্যক্রম শুরু হল।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদন বলা হয়েছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেওয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে

ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.