Sylhet Today 24 PRINT

এবার স্পুটনিক টিকা বানাবে সেরাম ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ জুন, ২০২১

রাশিয়ার স্পুটনিক ভি টিকা উৎপাদনে প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে এই অনুমোদন শুধু টিকার উৎপাদন ও উৎকর্ষতার জন্য, বিক্রয়ের জন্য নয়।

সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে  টিকা উৎপাদনের অনুমতি পেয়েছে সেরাম। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর সেরাম পুনের প্লান্টে এই টিকার উৎপাদন শুরু করবে।

এনডিটিভিকে সেরামের একজন মুখপাত্র বলেন, স্পুটনিক ভি-র জন্য প্রাথমিক অনুমোদন পেলেও উৎপাদনে যেতে আরও কয়েক মাস লাগবে।

এর আগে গত ১৪ মে ভারতীয় ওষুধ কোম্পানি ডা রেড্ডি ফার্মাসিটিউক্যালস-এর পরীক্ষাগারে স্পুটনিক-ভির প্রথম ডোজের পরীক্ষা হয়।

সেরাম বলছে, করোনাভাইরাস সংক্রমণের বিপরীতে দুই ডোজের টিকা স্পুটনিক ভি-র কার্যকারিতা প্রায় ৯১ দশমিক ৬ শতাংশ।

রাশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়ার পর টিকাটির নামকরণ করা হয় সোভিয়েত স্যাটেলাইটের নামে।

অনুমোদনে পর গত বছর অগাস্টে তারা বিষদ পরিসরে স্পুটনিক-ভির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়।

নানা নিরীক্ষার পর দ্য লেনসেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই ডোজের এই টিকা কোভিড সংক্রমণের ক্ষেত্রে ৯০ শতাংশের বেশি কার্যকর।

রাশিয়ান টিকাটি ইতোমধ্যে ৬৫টি দেশে নিবন্ধিত হলেও ইউরোপিয়ান ইউনিয়ন অথবা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের অনুমতি পায়নি এখনও।

ডা. রেড্ডি ফার্মাসিটিউক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক সাপরা এনডিটিভিকে জানিয়েছেন, রাশিয়ার এক ডোজের টিকা স্পুটনিক লাইটের অনুমতি পেতে তারা সরকার ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কথা বলবেন এ মাসে।

এক ডোজের স্পুটনিক লাইট কোভিড সংক্রমণের বিপরীতে ৭৯ দশমিক ৪ শতাংশ কার্যকর।

দীপক সাপরা বলেন, স্পুটনিক লাইট অনুমোদন পাবে কি না তা নির্ভর করছে আমাদের বৈঠকের ওপর। সরকার ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক এগোবো আমরা।

ভারত প্রতি ডোজ স্পুটনিক-ভি টিকা কিনছে ৯৯৫ রূপিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.