Sylhet Today 24 PRINT

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০

সিলেটটুডে ডেস্ক: |  ১১ জুন, ২০২১

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ নামের এক জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনাট ঘটে। খবর, রয়টার্স, এনডিটিভির।

ওই অঞ্চলের একজন নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এর ছাদেও যাত্রী ছিল। পুনরুদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য  সেনা ও আধাসামরিক বাহিনী পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. মনজুর জহির বলেছেন, আমরা খুজদার জেলা হাসপাতালে ২০ জনের মরদেহ পেয়েছি এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

জেলা প্রশাসক খুজদার বশির আহমেদ বলেন, স্থানীয় মুসলিম সাধুকে সম্মানে আয়োজিত একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে ফিরে আসছিলেন বাসযাত্রীরা। নিহতরা সিন্ধ প্রদেশের এবং সবাই পুরুষ।

পাকিস্তানে সড়ক এবং রেল দুর্ঘটনা একটি সাধারণ বিষয়।  এর বেশির ভাগ সড়ক ও রেলপথের অবস্থা খুবই নাজুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.