Sylhet Today 24 PRINT

টিকার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে গরিব দেশের কমবয়সীরা: ডব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ জুন, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানে ধনী ও উন্নত দেশগুলো এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গরিব দেশগুলো। অনেক দেশ এখনো এ কার্যক্রমের প্রাথমিক ধাপে রয়েছে। এই পরিস্থিতিতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘টিকার অভাবে গরিব দেশের কমবয়সীরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।’

তিনি জানান, করোনাভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ ও মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে।

গেব্রিয়েসুস বলেন, ‘আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।’

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত টিকা রপ্তানি বন্ধ করায় আফ্রিকার দেশগুলো সমস্যা বেড়েছে। সম্প্রতি ডব্লিউএইচও-র করোনা বিষয়ক উপদেষ্টা ব্রুস অ্যালওয়ার্ড জানিয়েছিলেন, মে মাসে একটিও কোভ্যাক্সিন টিকা পাওয়া যায়নি।

এ দিকে কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বের ৮৫টি দেশে সংক্রমণ ছড়িয়েছে করোনার ‘ডেল্টা’ ধরন। যা বিশ্ব জুড়ে তাণ্ডব চালাতে পারে। এ ছাড়া করোনা মহামারির শুরুর দিকের ভেরিয়্যান্ট আলফা পাওয়া গেছে ১৭০টি দেশে, ১১৯টি দেশে বিটা ও গামা পাওয়া গেছে ৭১টি দেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.