Sylhet Today 24 PRINT

এবার হোয়াইট হাউসে হামলার হুমকি আইএসের

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৫

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিওবার্তা প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হোয়াইট হাউসে আত্মঘাতী বোমা ও গাড়ি বিস্ফোরণসহ প্যারিস হামলার মতো আরো হামলার হুমকি দিয়ে এ ভিডিওবার্তা প্রকাশ করা হয়।

ইরাকের আইএস জঙ্গিদের করা ৬ মিনিটের ওই ভিডিওতে গত সপ্তাহের প্যারিস হামলার ঘটনার প্রশংসা করা হয়।

ইরাক ও সিরিয়ার বৃহৎ অংশ দখলে রাখা আইএস ইতোমধ্যে প্যারিস হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়।

এফবিআইয়ের পরিচালক জেমস কোমে বলেছেন, যুক্তরাষ্ট্রে প্যারিসের মতো কোনো হামলার হুমকির বিষয়ে তিনি অবগত নন।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, তারা ভিডিওটির সঠিকতা পরীক্ষা করে দেখছেন। সরকারের সবাই এ হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি জানান।

ভিডিওটি শুরু হয় প্যারিস হামলার দৃশ্য দিয়ে। পরে দুই জঙ্গিকে পৃথকভাবে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.