Sylhet Today 24 PRINT

ভারতে টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাত, নিহত ১১

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২১

ভারতের রাজস্থানের জয়পুরে একটি ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর বাহিরে রাজ্যের আরও কয়েকটি স্থানে বজ্রপাতে ৯ জন মারা গেছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জয়পুরের কাছাকাছি অবস্থিত দ্বাদশ শতাব্দীর আমির প্রাসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াচ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। তখন হঠাৎ করে বজ্রপাত আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।

ওয়াচ টাওয়ারের ওপর ডজনখানেক লোক ছিল। বজ্রপাত হলে আতঙ্কে সেখান থেকে লাফিয়ে পড়তে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে মোট ২৭ জন ছিলেন বলে জানা গেছে।

এদিকে, রাজ্য মুখ্যমন্ত্রী এক ঘোষণায় জানিয়েছেন, নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে।

এছাড়া গতকাল রবিবার রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে বারান ও জালাওয়ারে একজন করে, কোটায় চারজন এবং ধলপুর জেলায় তিনজন নিহত হন এবং এদের মধ্যে সাতজনই শিশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.