Sylhet Today 24 PRINT

ইরাকের করোনা হাসপাতালে আগুন: মৃত্যু বেড়ে ৬৬

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জুলাই, ২০২১

ইরাকের একটি হাসপাতালের কোভিড-১৯  ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও প্রায় ৬৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিহতের এ সংখ্যা উল্লেখ করেছে। এর আগে ৪৪ জনের মৃত্যুর খবর দেয় এই সংস্থাটি।

রয়টার্সের খবরে বলা হয়, সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে আল হুসেইন নামক হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ওই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট স্থাপন করা হয়েছিল। ওই করোনা ওয়ার্ডের ধারণক্ষমতা ছিল ৭০ জন রোগী।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে ওই হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে বলছেন, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি ইতিমধ্যে ওই হাসপাতাল পরিচালনার দায়িত্বশীল প্রধান ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এ ঘটনার তদন্ত করতে উচ্চস্তরের একটি তদন্ত কমিটিও গঠন করেছেন তিনি। এছাড়া তার সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবউসি টুইটারে বলেন, এ ঘটনা মানুষের জীবন রক্ষায় আমাদের ব্যর্থতার সুস্পষ্ট প্রমাণ। এরকম বিপর্যয়কর ব্যর্থতার অবসান ঘটানোর সময় এসেছে।

ইরাকের ওই হাসপাতালের সামনে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে জনতা। রয়টার্সের খবরে বলা হয়েছে, হাসপাতালের সামনে সাধারণ মানুষের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দুটি ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

উল্লেখ্য, ইরাকে গত এপ্রিলেও একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৮২ জন নিহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.