Sylhet Today 24 PRINT

সংক্রমণে ভারতকে ছাড়িয়ে গেলো ইন্দোনেশিয়া

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ জুলাই, ২০২১

দৈনিক করোনা শনাক্ত হওয়ার দিক দিয়ে এবার ভারতকে ছাড়িয়ে গেলো ইন্দোনেশিয়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৫৪ হাজার ৫১৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা দেশটির ইতিহাসে দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

স্থানীয় সময় বুধবার (১৪ জুলাই) এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ২৭০ মিলিয়ন জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি লোকবলের দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বর্তমানে করোনায় বিপর্যস্ত ভারতের থেকেও দৈনিক হিসেবে সেখানে বেশি রোগী শনাক্ত হচ্ছে। বুধবার ভারতে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন।

অন্যদিকে ইন্দোনেশিয়ায় এ সংখ্যাটা ৫৪ হাজার ৫১৭ জন। যা দেশটিকে করোনায় এশিয়ার নতুন কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি শনাক্তের হার এভাবে দ্রুত বাড়তে থাকে, তাহলে এটি ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, করোনার যে সংখ্যাটা দেখানো হচ্ছে প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ অনেকেই নমুনা পরীক্ষার আওতায় আসেনি।

গত শনিবার (১০ জুলাই) প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানী জাকার্তার জনসংখ্যার ১০.৬ মিলিয়নের মধ্যে প্রায় অর্ধেক ইতিমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.