Sylhet Today 24 PRINT

ইরাকে ঈদের কেনাকাটার সময় বোমা হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ জুলাই, ২০২১

ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। দেশটির স্থানীয় সময় সোমবার (ঈদের আগের দিন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঈদের কেনাকাটার সময় বাগদাদে একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বোমার বিস্ফোরণে অনেক দোকান বিধ্বস্ত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতালের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

ইরাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের ব্যস্ততম সদর সিটির ওয়হাইলাত মার্কেটে এ বোমা হামলার ঘটনা ঘটে।

এদিকে ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির নাশীর বার্তা সংস্থা টেলিগ্রামে একথা জানিয়েছে। আইএস বলেছে, তাদের একজন সদস্য ভিড়ের মধ্যে তার আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.