Sylhet Today 24 PRINT

হাজিদের নিরাপত্তায় মক্কা-মদিনায় সৌদি নারী সেনা

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ জুলাই, ২০২১

এবারের হাজিদের নিরাপত্তার দায়িত্বে পুরুষদের পাশাপাশি সৌদি সেনাবাহিনীর নারী সদস্যদেরও দেখা গেছে।

এবারই প্রথম হাজিদের নিরাপত্তায় মক্কা ও মদিনায় নারী সেনা নিয়োগ করেছে সৌদি আরব সরকার। গত এপ্রিল থেকে নিরাপত্তা রক্ষার এই কাজ করেছেন নারী সেনারা।

খাকি রঙের সামরিক পোশাক, লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার, মাথায় কালো ক্যাপ আর কালো কাপড়ে মুখ ঢেকে এ গুরুদায়িত্ব পালন করেছেন তারা।

সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে ধীরে ধীরে বের করে আনার ‘ভিশন ২০৩০’ শীর্ষক পরিকল্পনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এটি একটি অন্যতম উদ্যোগ।

বিভিন্ন সামাজিক কাজে নারীদের সংশ্লিষ্টতা বাড়ানো হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। যা আগে দেখা যায়নি।

এর আগে অভিভাবকের অনুমতি ছাড়া নারীদের ভ্রমণ করা, গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো  বেশকিছু ক্ষেত্রে সৌদি আরবে নারীদের অনুমুতি দিয়েছেন যুবরাজ।

পবিত্র কাবায় হাজিদের নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত মোনা নামের সৌদি নারী সেনা বলেন, হাজিদের সেবায় কাজ করা খুবই মহৎ এবং সম্মানজনক। আমি প্রয়াত বাবার অনুপ্রেরণাতেই সেনাবাহিনীতে যোগ দিয়েছি। তার স্বপ্ন পূরণের উদ্দেশে তারই পথ অনুসরণ করছি। পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.