Sylhet Today 24 PRINT

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা মামলা থেকে খালাস

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ৩১ জুলাই, ২০২১

জালিয়াতির মামলা থেকে খালাস পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলীয় এমপি আফসানা বেগম। অভিযোগ থেকে খালাস পাওয়ার পর আদালতে কেঁদেছেন লেবার দলীয় এমপি আফসানা বেগম। পপলার এন্ড লাইমহাউস সংসদীয় এলাকার এমপি আফসানা বেগমকে আদালতের জুরি বোর্ড নির্দোষ ঘোষণা করার সাথে সাথে তিনি আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙ্গে পড়েন।

শুক্রবার আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের দর্শক গ্যালারিতে বসে থাকা দর্শকের একাংশ করতালি দিয়ে রায়কে স্বাগত জানান। এসময় বিচারক মিসেস হুইপল খুব দ্রুত আদালতে নীরবতা বজায় রাখতে নির্দেশ দেন।

কাউন্সিলে হউজিংয়ের আবেদনের সাথে সম্পর্কিত তথ্য কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষকে সঠিক সময়ে জানাতে ব্যর্থতার তিনটি অভিযোগে লন্ডনের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে চলতি সপ্তাহে বিচারের মুখোমুখি হন ৩১ বছর বয়সী আফসানা বেগম। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে তিন মেয়াদের হাউজিং বিষয়ক তথ্য গোপন রাখার অভিযোগ করা হয় ব্রিটিশ-বাংলাদেশি এই এমপি’র বিরুদ্ধে।

মামলার বাদী ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, আফসানা বেগমকে সেই সময়ে ঘরের ব্যবস্থা করতে গিয়ে হউজিংয়ের তালিকায় থাকা অন্য আবেদনকারীকে বিকল্প স্থানে আবাসনের ব্যবস্থা করতে হয়েছিল। এই কাজে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬৩,৯২৮ পাউন্ড ব্যয় হয়েছিল। বাংলাদেশী টাকায় যা ৮০ লাখ টাকা প্রায়।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এক বার্তায় আফসানা জানান, এই মামলাটি সম্পূর্ণ ব্যক্তিগত  বিদ্বেষপূর্ণ ছিল। যা আমার সুনাম নষ্টের জন্য।  বিষয়টি  আমাকে কষ্ট দিয়েছে।  আফসানা তাঁর দল, সমর্থক এবং আইনি লড়াইয়ে যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.