Sylhet Today 24 PRINT

শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২১

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এই লেখক।

মঙ্গলবার (৩ আগস্ট) তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ বছরের এপ্রিলে করোনাসংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন অশীতিপর এ সাহিত্যিক।

হাসপাতাল সূত্রে জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মিলেনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন।

তবে মূত্রনালির সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ছাড়া, বুদ্ধদেবের দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে।

প্রয়োজনে প্রতি মিনিটে ২ লিটার করে তাকে অক্সিজেন দিতে হচ্ছে বলা হয়েছে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.