Sylhet Today 24 PRINT

একের পর এক শহরের দখল নিচ্ছে তালেবানেরা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২১

আফগানিস্তানে তালেবানরা আরও তিনটি প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে। এ নিয়ে গত শুক্রবার থেকে সশস্ত্র সংগঠনটি পাঁচটি প্রাদেশিক রাজধানী দেখলে নিলো।

তালেবান ও শহরের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল রোববার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল রোববার একই দিনে কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী দখলে নেয় তারা।

এর আগে গত শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘান ও গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবানরা।

এক বিবৃতিতে তালেবানরা জানায় তারা কুন্দুজের পুলিশ সদরদপ্তর, গভর্নরের কার্যালয় ও জেলখানা দখলে নিয়েছে। স্থানীয় সাংবাদিক ও বাসিন্দারা শহরে তালেবানদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন।

আরেক বিবৃতিতে সার-ই-পল দখলের কথা জানায় সশস্ত্র সংগঠনটি। প্রাদেশিক কাউন্সিল সদস্য মোহাম্মদ নুর রাহমানি তালেবানদের শহরের সরকারি ভবনগুলো দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সন্ধ্যায় টু্ইটারে তাকহার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেওয়ার কথা জানায় তালেবানরা।

তালোকানের বাসিন্দা জাবিহুল্লাহ হামিদি বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের গাড়িতে চড়ে শহর ছেড়ে যেতে দেখেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.