Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে বন্দুক হামলায় ৬ জন নিহত

জুয়েল রাজ, লন্ডন |  ১৩ আগস্ট, ২০২১

যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেহভাজন হামলাকারীও।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত আঘাত থেকে সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য লুক পোলার্ড জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পুলিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

প্লাইমাউথ মুর ভিউ সংসদ সদস্য জনি মার্সার বলেছেন, এলোপাথাড়ি গুলির এ ঘটনা কোনো সন্ত্রাসীকাণ্ড নয়।

যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।

এরআগে, ১৯৯৬ সালে স্কটিশ শহর ডুনব্লেনে লাইসেন্সধারী এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হন অন্তত ১৭ জন। এর পরপরই বন্দুক সম্পর্কিত আইন আরও কঠিন করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.