Sylhet Today 24 PRINT

মিয়ানমারে ভূমিধসে নিহত একশ শ্রমিক, নিখোঁজ আরো শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে একটি পান্না খনিতে ভূমিধসে অন্তত: ১০৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ অরো শতাধিক।

নিবার ভোররাত ৩টার দিকে কাচিনের হপাকান্ত এলাকার একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনি আবর্জনার একটি বিশাল স্তূপ হঠাৎ করে ধসে পড়ে। এতে খনিকর্মীদের বেশকিছু কুঁড়েঘর চাপা পড়ে।

তবে নিখোঁজদের কাউকে জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

জানা গেছে, কয়েকটি সূত্রের হিসেব মতে এখনও পর্যন্ত আনুমানিক ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

ভূমিধসের পর এ পর্যন্ত অন্ততপক্ষে ১০৪টি লাশ উদ্ধার করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার সময়  অনেক খনিকর্মী কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। এসব কুঁড়ের অনেকগুলোতে আবর্জনার স্তূপে পরিত্যক্ত পান্নার খণ্ডাংশ খুঁজে জীবনধারণ করা মানুষ ছিলেন।

পার্বত্য এই এলাকাটির খনিতে কী কারণে ভূমিধসের ঘটনাটি ঘটল তা পরিষ্কার নয়। কাচিনে বিশ্বের সর্বোৎকৃষ্ট কয়েক ধরনের পান্না পাওয়া যায়।

কতজন এখনও ধসে পড়া খনি আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকর্মীরা, যাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন, খননযন্ত্র ব্যবহার করে মাটি ও আবর্জনা সরিয়ে জীবিতদের খোঁজ করছেন।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়া যাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

কাচিনের এই এলাকাটি দূর্গম ও এখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। এলাকাটিতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। ফলে বিস্তারিত জানা ও যেসব খবর পাওয়া গেছে তা নিশ্চিত হওয়া কঠিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.