Sylhet Today 24 PRINT

ইসমাইল সাবরি ইয়াকোব মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২১

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকোব নিয়োগ পেয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ।

ইসমাইল সাবরি ইয়াকোব দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতা। মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

মালয়েশিয়ার রাজার দপ্তর জানিয়েছে, পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আয়োজিত আস্থাভোটে ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১১৪ জন ইসমাইল সাবরি ইয়াকোবের পক্ষে ভোট দিয়েছেন।

২০২০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলে একইভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.