Sylhet Today 24 PRINT

গ্রিসের পার্লামেন্ট ভবনের পাশে বোমা বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৫

গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রীয় অঞ্চলে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে কেউ হতাহত না হলেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, গ্রিসের বিজনেস ফেডারেশন অফিসের সামনে রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানটি গ্রিসের পার্লামেন্ট ভবনের কাছে।

এই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে।

দেশটিতে অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বে বামপন্থি সিরিজাপার্টি চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল।

অর্থনৈতিক সংকটে পড়ার পর থেকে গ্রিসে হাতে বানানো বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে।

পুলিশ ঘটনাস্থলটি ঘিরে সেখানে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়ে তদন্ত শুরু করেছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.