Sylhet Today 24 PRINT

তালেবানদের স্বীকৃতি দেয়নি ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তালেবানদের স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন ইইউ কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লেয়েন।

রয়টার্সের বরাত দিয়ে আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

ইইউ আরও জানিয়েছে, তারা তালেবানদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করছে না।

মাদ্রিদের একটি সংবর্ধনা কেন্দ্রে কাবুল থেকে সরিয়ে নেওয়া ইইউয়ের আফগান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে ইইউ নির্বাহী প্রধান এ কথা বলেন।

ফন ডিয়ার লেয়েন জানান, আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য কমিশন এ বছর যে ৬৭ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল তা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হবে।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা হয়তো তালেবানের কথা মনোযোগ দিয়ে শুনবো, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হবে তাদের কাজের মাধ্যমে।'

তিনি আরও বলেন, শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করতে কমিশন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে তহবিল দিতে প্রস্তুত। আগামী সপ্তাহে জি-সেভেন বৈঠকে পুনর্বাসনের বিষয়টি উত্থাপন করার পরিকল্পনা করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.